Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদ

৫নং বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদ বরগুনা জেলারর বেতাগী উপজেলার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন পরিষদ। বিভিন্ন খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালনসহ অত্র ইউনিয়নটি বরগুনা জেলায় কালের স্বাক্ষী হিসাবে দাড়িয়ে আছে। অত্র ইউনিয়নে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমপিও ভুক্ত বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, ইয়াতিমখানা, কিন্ডার গার্টেন, বহু মসজিদ, মন্দির, খেলার মাঠসহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস এবং বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে। সবকিছু মিলিয়ে বুড়ামজুমদার ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন হিসেবে জেলায় পরিচিতি লাভ করেছে।

*সীমানাঃ

বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের উত্তর দিকে মোকামিয়া ও হোসনাবাদ ইউনিয়ন, দক্ষিন দিকে কাজিরাবাদ ইউনিয়ন, পূর্ব দিকে মির্জাগঞ্জ উপজেলা এবং পশ্চিম দিকে বিশখালী নদী প্রবাহিত।

* স্থাপন কালঃ ১৯৬১ খ্রিস্টাব্দ।

* মানচিত্র।

(ক) আয়াতরঃ ২৩.৭০ বর্গ কিলোমিটার।

(খ) মোট লোক সংখ্যাঃ পুরুষঃ ১০১২৫ জন এবং মহিলাঃ ১০৫০০ জন। মোট লোকসংখ্রাঃ ২০,৬২৫ জন।

(গ) মোট গ্রামের সংখ্যাঃ ১১টি।

(ঘ) মোট মৌজার সংখ্যাঃ ৮টি।

(ঙ) মোট হাট বাজারের সংখ্যাঃ ৫টি।

(চ) শিক্ষা প্রতিষ্ঠানঃ ২৩টি।

(ছ) কলেজ ১টি।

(জ) শিক্ষার হারঃ ৮৪.৭৫%।

(ঝ) যোগাযোগ ব্যবস্থাঃ সড়ক ও নৌ পথ।

(ঞ) মোট জমির পরিমান (একর) ফসলীঃ ৩২২৫ একর

                           পতিতঃ  ৪২ একর।

(ট) গৃহের সংখ্যা : ৫৫০০।

(ঠ) গভীর নলকিূপ : ২৫৬২।

(ড) পুকুর : ২২৫০টি।

(ঢ) বিদ্যুৎ সংযোগ : ৪৫০০টি।

(ণ) জেলে পরিবার: ৫৫০টি।

(ত) মসজিদঃ ৩৪৫টি।

(থ) ঈদগাহঃ ৪২টি।

(দ) মন্দিরঃ ১০টি।

(ধ) শশ্মানঃ ১টি।